সিলেটে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্চাশ রানের পরেই চার উইকেট হারিয়েছিল আফগানিস্তান। পরে মোহাম্মদ নবী ফিফটিতে ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৫৪ রান করেছে আফগানরা।
৫৪ রানে অপরাজিত ছিল মোহাম্মদ নবী। এছাড়া ওমরজাই ৩৩ রান করে সাকিবের বলে আউট হন।
এর আগে ওপেনার হযরতুল্লাহ জাজাই ৮ ও রহমানুল্লাহ গুরবাজ ১৬ রান করে আউট হয়েছেন। পরে ইব্রাহিম জাদরান ৮ ও করিম জানাত ফিরেছেন ৩ রান করে। নাজিব আউট হয়েছেন ২৩ রান করে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, হযরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, কারিম জানাত, রশিদ খান, মুজিব উর, ফরিদ আহমেদ মালিক, আজমতুল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।