1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
জমি সংক্রান্ত বিরোধে অফিস সহায়ককে পিটিয়ে আহত » দ্যা মিরর অব বাংলাদেশ
২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| রাত ২:৩৪|

জমি সংক্রান্ত বিরোধে অফিস সহায়ককে পিটিয়ে আহত

কুমারখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১২ বার সংবাদটি পড়া হয়েছে
485084886 1553648241974588 5736451382847432077 n

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে অফিস সহায়ককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে । রোববার সকালে যদুবয়রা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।  আহত হয়েছেন যদুবয়রা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে রফিকুল ইসলাম (৫৫)। তিনি চৌরঙ্গী মহাবিদ্যালয়ের অফিস সহায়ক পদে কর্মরত আছেন।

 

অভিযুক্তরা হলেন- একই এলাকার আরিফুল ইসলাম, কুবাদালি, মনোয়ার হোসেন মুনা, জিয়াউর রহমান, আশিকুর রহমান আশিক ও আব্দুল বারিক। আহত রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত একই এলাকার আরিফুলের পরিবারের সাথে তাদের  জমি সংক্রান্ত বিরোধ রয়েছে ।

 

রোববার  সকাল ৭ টার দিকে আরিফুল সহ তার অন্যান্য আত্মীয় স্বজন তাদের বাড়ির সীমানার  গাছ কাটা সহ সাবমারসেবল  মটর ও শৌচাগারের ট্যাংকি ভাংচুর করা ছাড়াও পানির  টিউবওয়েল উঠিয়ে নিয়ে যায়। 

 

পরবর্তীতে  বিষয়টি জানতে তিনি আরিফুলের বাড়িতে গেলে পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে থাকা আরিফুল, কুদাবালি, মনোয়ার হোসেন মুনা,জিয়াউর রহমান, আশিকুর রহমান ও আব্দুল বারিক  দেশীয় অস্ত্র এবং হাতুড়ি  দিয়ে তার উপর হামলা চালিয়ে  মারাত্মক  আহত অবস্থায়  ফেলে রেখে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করেন।

 

তার মাথায় বারোটি সেলাই দেওয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় ইতিমধ্যে ড. তার মাথার সিটি স্ক্যান  করিয়েছেন বলে জানান। তিনি এঘটনার সঠিক বিচার দাবী করেন। বর্তমানে তিনি হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন। 

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, অভিযোগ পেয়েছেন এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024