কুষ্টিয়ার খোকসার গোপগ্রাম ইউনিয়নে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী সহ একই পরিবারের ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মামলা কৃত জমি মাপতে গেলে বাধা দেওয়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় খোকসা থানায় শুক্রবার রাতে মামলা হয়েছে।
আহতরা হলেন, গোপগ্রাম ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আফিল উদ্দিন, রওশন আলীর ছেলে জাহিদ, খোকনের ছেলে আজিজুর রহমান ও রিয়াজ উদ্দিনের স্ত্রী মিনু খাতুন।
এলাকাবাসী জানান, ইসলাম মিস্ত্রির সাথে দীর্ঘদিন যাবত আফিল উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধকৃত জমি সুরাহার জন্য আফিল কোর্টে মামলা করে। মামলা চলাকালীন কয়েকবার ইসলাম মিস্ত্রি জমির সীমানা নির্ধারণের চেষ্টা করলে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এই বিষয় নিয়ে এলাকায় শালিসি বৈঠকে উভয় পক্ষের আইনজীবী নিয়ে সুরাহা করার সিদ্ধান্ত হয়। কিন্তু শুক্রবার দুপুরে আফিলকে না জানিয়ে ইসলাম মিস্ত্রির ছেলে ইউসুফ,জমিরউদ্দীনের ছেলে আলী,গাসসের ছেলে সোহাগ, ও মৃত কেদার আলীর ছেলে ইসলাম মিস্ত্রি সংঘবদ্ধভাবে জমি মাপতে আসে।
এসময় আফিল তাদের বাধা দিলে বাকবিতন্ডার একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আফিলসহ তার পরিবারের ৪ জনকে পিটিয়ে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। এ বিষয়ে খোকসা থানায় মামলা হয়েছে। মামলা নং ৮।