ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে মনোনীত হন মোঃ সাজু মিয়া এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হন মোঃ মাকছুদুল হক। বৃহস্পতিবার (১৩ ই মার্চ) ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টা মন্ডলী এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন: ইসরাফিল আলম রাফেল, আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ, ইবনে সায়েম, আকরাম হোসেন, রেজুয়ান দিদার লিমন, আশিকুর রহমান, সাদিকুল ইসলাম ফাহাদ,সাদিয়া আক্তার, তানিয়া তন্নী, জান্নাতুল ফেরদৌস, নওরিন, আহাদ খান, ইসতিয়াক রহমান জয়, আল-আমিন, শান্ত, সালমান আলম, আরিফ বিল্লাহ, জুনাইদ রায়িম, আবদুল্লাহ আল ইমরান, আশিকুজাম্মান রিয়াদ, সাদিয়া আক্তার এবং গোলাম মোস্তফা। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে আছেন: আবদুল্লাহ আল মাহফুজ, আবদুল্লাহ আল রাফি, রায়হান খান, আবদুল্লাহ আল মাহামুদ গাজী, জাহাঙ্গীর আলম, মাসুমা সিদ্দিকা, ইমরান, সোলাইমান সজিব, সজিব হাসান, আকরাম খান, সালেহ আহম্মেদ,
মোঃ সালমান ওমর ফারুক, জিসান রুরাম, শাওন শেখ, মেহেদী হাসান, সাব্বির আহম্মেদ, মোঃ রিসাম ইসলাম, মোঃ পলাশ মিয়া, এনায়েত, শহিদুল আব্বাস আসফি, শরিফুল ইসলাম, টুটুল দেবনাথ, মিজানুর রহমান, তানভির ফকির, সাকিব ইসলাম সাক্কু, তানভির আহাম্মেদ, তাওহিদ হাসান, রাকিব হাসান, মোঃ আল-আমিন, কাউসার আহম্মেদ, অনিক সরকার, মোঃ ইব্রাহিম, আশরাফুল, চম্পা আক্তার, শাওমিম প্রিতি, শানজানা ঐশি, সাজ্জাতুল কাউসার বাপ্পি, মিম রনি, শামিমা নাসরিন, মির্জা আদর, নওশিন আক্তার, নাসরিন, রানা, তসলিমা আক্তার, কেয়ারুল ইসলাম, রাশেদ হোসেন, কাজী মারুফ, ফারজানা জাহান সুমি, প্রিয়া দাস, উম্মে কুলসুম তৃপ্তি, রনক জাহান, আতিয়া ইসলাম এবং আব্দুল কাইয়ুম।
উল্লেখ্য, ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি আগামী ৯০ দিনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।