জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা এবং বিকাল সাড়ে ৩টা থেকে এক ঘন্টা দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ‘ডি’ ইউনিটের ৫৯০টি আসনের বিপরীতে ২৪ হাজার ৯৫৬ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেন। সকালের শিফটে ১২,৪৭৯ জন শিক্ষার্থী এবং বিকালের শিফটে ১২,৪৭৮ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। ‘ডি’ ইউনিটে এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৪৩ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। ২৪ নম্বরের বহুনির্বাচনি ও ৪৮ নম্বরের লিখিত প্রশ্নে এবারে ভর্তি পরিক্ষা সম্পন্ন হয়। এ ছাড়া এসএসসি ও এইচএসসি জিপিএর ভিত্তিতে যথাক্রমে ১২ ও ১৬ নম্বর গণনা করা হবে।
জানা যায়, পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সুপেয় পানির ব্যবস্থা রেখেছেন। পাশাপাশি অভিভাবকদের জন্য বাহাদুর শাহ পার্কে ৫০০ চেয়ারের ব্যবস্থা করেছন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসের প্রবেশদ্বার ও বাহাদুর শাহ্ পার্কের সামনে সহায়তা কেন্দ্র বসানো হয়।
ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.রেজাউল করিম সাংবাদিকদের বলেন, “আজকে সাড়ে ৯ টা থেকে খুবই শান্তিপূর্ণভাবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। আমরা চেষ্টা করবো দ্রুততম সময়ে ফলাফল দিয়ে অতি দ্রুত ভর্তি নিয়ে ক্লাস শুরু করার। আমরা পরীক্ষার ১৫ দিন বা ২ সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণার চেষ্টা করবো।”
তিনি আরো বলেন, যেহেতু এবার আমাদের প্রতিটি ইউনিটে শিফটভিত্তিক পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে ফলাফলও প্রতি শিফটে আলাদা করে দেওয়া হবে। ফলাফল প্রতি শিফটে উপস্থিতির সমানুপাতিক হারে আলাদা করে প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, আগামীকাল শনিবার তিন শিফটে অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।