জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে রাস্তায় টায়ার পোড়ানোর অভিযোগে আটক বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীলসহ চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
অর্ধদিবস হরতালের আগের রাতে তাদের আটক করে পল্টন থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার কিছুক্ষণ আগে তাদের ছেড়ে দেয়া হয়।
ছাড়া পাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেন দীপক শীল। তিনি বলেন, ‘ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহর জিম্মায় দুপুর দেড়টার কিছু আগে আমাদেরকে ছেড়ে দিয়েছে।’
রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে বুধবার রাত পৌনে ১১টার দিকে দীপক শীলসহ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলার সভাপতি এম আর লিটন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের কোষাধ্যক্ষ সুজন ও সাংস্কৃতিক সম্পাদক শাকিলকে আটক করেছিল পুলিশ।