মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে টিলার মাটি ধসে চার নারী চা শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হিরা ভূমিজ, রিনা ভূমিজ, রাধামালি ভূমিজ এবং পূর্ণিমা ভূমিজ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চার নারী চা শ্রমিক তাদের ঘর মেরামতের জন্য লাখাইছড়া পাহাড়ি এলাকায় মাটি কাটতে যান।
এসময় টিলার উপরের মাটি ধসে পড়লে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন নারী নিহত হন। নারী চা শ্রমিক নিহত
আরও পড়ুন:কুমারখালীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের দুইজন এক পরিবারের ও অন্যরা দুই পরিবারের সদস্য বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শামীম অর রশিদ তালকদার জানান, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’