প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, ভিডিও করতে গিয়ে ছিটকে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিবারে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের ছাদে মোবাইলে টিকটক ভিডিও ধারণের সময় তারের সঙ্গে জড়িয়ে ছিটকে নিচে পড়ে গেছে চার তরুণ। তাদের মধ্যে দুই জন মারা গেছে। বাকি দুই জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা জেলার দেবীদ্বার এলাকার করিম মিয়ার ছেলে কাইয়ুম ও জেলার কসবা উপজেলায় কাইয়ুম। তবে আহতদের পরিচয় জানা যায় নাই।
স্থানীয়রা জানায়, ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই চার তরুণ মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। এ সময় ব্রিজের উপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যায়। আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকও মারা যায়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন খন্দকার জানান, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন।