পঞ্চগড়ে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, রাতে নামাজ পড়া অবস্থায় একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম অরিনা বেগম (৪৫)। তিনি ওই এলাকার আবুল কালামের স্ত্রী। অরিনা দুই সন্তানে জননী। তাদের মধ্যে বড় ছেলে ঢাকায় থাকেন এবং ছোট ছেলে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত হওয়া ছাত্রলীগের কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন সভাপতি। বর্তমানে তিনি পলাতক।
স্থানীয়রা জানান, রাতে নিজেদের ঘরে এশার নামাজ আদায় করছিলেন অরিনা বেগম। এসময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও সুরতহাল করে।
বোদা থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন বলেন, ঘটনার পরে ওই এলাকায় গিয়েছিলাম। সুরতহালে নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় একাধিক আঘাত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি। মামলার প্রস্তুতি চলছে।