বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের উত্তেজিত শ্রমিকরা গ্রামীণ ফেব্রিক্স লিমিটেড কারখানার প্রধান ফটক ভাঙচুর করেছেন। এ সময় তারা নিরাপত্তা কর্মীদের রুমের চেয়ার-টেবিল ভাঙচুর করে মহাসড়কে নিয়ে আগুন জ্বালিয়ে দেন।
সোমবার দুপুরে আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চলমান রেখেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের উত্তেজিত শ্রমিকরা। ঘটনাস্থলে সেনাবাহিনী ও শিল্পপুলিশ উপস্থিত রয়েছে।
জানা যায়, আজ সকাল থেকে অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় বেক্সিমকোর কিছু উত্তেজিত শ্রমিক গ্রামীণ ফেব্রিক্স লিমিটেড কারখানার প্রধান ফটক ভাঙচুর করেন। পাশাপাশি তারা নিরাপত্তা কর্মীদের রুমের চেয়ার-টেবিল ভাঙচুর করে মহাসড়কে নিয়ে আগুন জ্বালিয়ে দেন।
গ্রামীণ ফেব্রিক্স কারখানা সূত্রে জানা গেছে, ওই কারখানার শ্রমিকরা আন্দোলনে সঙ্গে একাত্মতা ঘোষণা না করায় ভাঙচুর চালানো হয়েছে। এদিকে, ভাঙচুরের ঘটনার পর গ্রামীণ ফেব্রিক্সের শ্রমিকদের সাধারণ ছুটির ঘোষণা করা হয়। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চলমান রয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও শিল্পপুলিশ উপস্থিত রয়েছে।