গ্যাস সংকটের কারণে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে উৎপাদন বন্ধ করে দেয়।
যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহিদুল্লাহ খান দ্যা মিরর অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মুঠোফোনে তিনি জানান, গ্যাসের চাপ স্বাভাবিক থাকলেও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অন্য একটি প্রজেক্টের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। তাই সার উৎপাদন বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কবে নাগাদ সার উৎপাদন আবারো উৎপাদন শুরু হবে সেই বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না।
উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার উৎপাদন ক্ষমতা ১৭০০ মেট্রিক টন হলেও ১২০০ থেকে ১৩৫০ মেট্রিক টন সার উৎপাদন করে থাকে প্রতিষ্ঠানটি।
এর আগে গ্যাস সংকটের কারণে গত বছরের ৫ সেপ্টেম্বর থেকে টানা ৭২ দিন বন্ধ থাকার পর সেই বছরের ১ নভেম্বর গ্যাস সরবরাহ শুরু করে তিতাস। এরপর ২ নভেম্বর আবারো উৎপাদনে যায় যমুনা সারকারখানা।