প্রাইম ইউনিভার্সিটিতে সংবর্ধিত হলেন ‘সাউথ-ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল’জয়ী ইসরাফিল হোসেন। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টায় তাকে এই সংর্বধনা দেওয়া হয়।
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দুর রহমান, রেজিস্ট্রার আব্দুল জব্বার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. আবু দায়েন, প্রাইম ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রকিবুল হাসান, কবি-প্রাবন্ধিক বিলু কবীর, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. তাহা ইয়াসিন, ড. শামস আল দীন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির প্রভাষক জান্নাতুল যূথী, কবি-গীতিকার রানা মাসুদ, গীতিকার মোহাম্মদ মোহসীন, কবি-প্রাবন্ধিক-সাংবাদিক মোহাম্মদ নূরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষানুরাগী ও শিক্ষার্থীরা।
-বিজ্ঞপ্তি