শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় দেশে ফিরেছেন টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিমানবন্দরে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।
এরপর সকালে বেটউইনার নিউজ নিয়ে নিজের অফিসিয়াল পেজে করা পোস্টটি রিমুভ করে দেন তিনি।
সকালে বিশ্রাম নিয়ে বিকেল সোয়া ৩টার দিকে নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে যান সাকিব। সাকিবের পর বিকাল সাড়ে ৩টার দিকে পাপনের বাসায় প্রবেশ করেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিকাল ৩টা ৫৫ মিনিট এবং নির্বাচক হাবিবুল বাশার সুমনও বিকাল ৪টায় পাপনের বাসায় এসে পৌঁছান। সেখানেই বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাদের।
জানা যায়, আজকের বৈঠকে আলোচনা হবে সাকিবের বেটউইনারের বিষয়টি নিয়ে। এছাড়াও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়ে। সাকিব পুনরায় জাতীয় দলের টি-টোয়েন্টির দায়িত্ব পাবেন নাকি মাহমুদউল্লাহ রিয়াদ পাবেন আরেকটি সুযোগ- এ নিয়ে হবে আলোচনা।
ধারণা করা হচ্ছে, এশিয়া কাপের দল নির্বাচন করে নির্বাচকরা ইতোমধ্যে বিসিবি সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন এই দলটি নিয়েই সাকিব এবং খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিসিবি সভাপতি।
যেহেতু প্রধান নির্বাচক নান্নু এবং অন্যতম নির্বাচত হাবিবুল বাশার সুমনও বৈঠকে হাজির হয়েছেন, সে কারণে ধারণা করা হচ্ছে এই বৈঠক শেষেই হয়তো দল ঘোষণা করে দিতে পারেন প্রধান নির্বাচক।