গাজীপুরের কালিয়াকৈরে বেনুপুর বাজার এলাকায় রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
আনসার আলী ও ফজলুর রহমান নামে দুই জনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
এইসব কারেন্ট জাল দিয়ে বিভিন্ন বিলে ছোট প্রজাতির মাছের পোনা মেরে পরে তারা সেই মাছ সংগ্রহ করে বাজারে বিক্রি করতো। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ, উপজেলা ক্ষেত্রসহকারী মোসলেহ উদ্দিন আহাম্মেদসহ মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তাও প্রশাসনিকের বিভিন্ন কর্মকর্তারা।