গাজীপুরের টঙ্গী এরশাদ নগর এলাকার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম ওরফে কামু (৫৩)-কে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে জেলার জয়দেবপুর থানাধীন শিরিরচালা এলাকায় অবস্থিত সাবাহ গার্ডেন রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামু টঙ্গী পূর্ব থানার এরশাদ নগর ব্লক-০৪ এলাকার বাসিন্দা তমিজউদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন অপরাধের অভিযোগে টঙ্গী পূর্ব থানায় ২৪টি মামলা রয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের উপ-পুলিশ কমিশনার মো. আকবর আলী মুন্সী এ তথ্য নিশ্চিত করে জানান, কামুকে টঙ্গী পূর্ব থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি টঙ্গী পূর্ব থানায় দায়ের করা হয় গত ১৬ নভেম্বর ২০২৪ সালে।
এছাড়া কামুর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় আরো আটটি গ্রেফতারি পরোয়ানা মুলতবি রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, কামুর গ্রেফতারের ফলে টঙ্গী অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমবে বলে তারা আশাবাদী।