কুষ্টিয়ার খোকসায় খোকসা ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে বিনামূ্ল্যে রক্তের গ্রুপ নির্ণয় মেডিকেল ক্যাম্প ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর (শুক্রবার) বিকেলে শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টার ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগীতায় ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
খোকসা ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে সেবা ক্যাম্প পরিদর্শন করেন, বাংলাদেশ বে-সরকারী ক্লিনিক – হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টার এ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বাংলাদেশ বে-সরকারী ক্লিনিক – হাসপাতাল ও ডায়াগণস্টিক সেন্টার এ্যাসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুরুজ আলী বিশ্বাস,কুমারখালী ব্লাড ডোনেশন ক্লাবের সাধারন সম্পাদক ইয়া রাফি পলাশ, বিডিসিকে-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাগর হোসেন সহ খোকসা ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যবৃন্দ।
উক্ত মেডিকেল ক্যাম্পে আসা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন- কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ,শিশু কিশোর ও কিশোরী রোগ বিশেষজ্ঞ ডাঃ ফারহানা ফেরদৌসী, ফ্যামিলি কেয়ার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৌভিক দে, বিশ্বাস মেডিকেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস এম ইসতিয়াক আহমেদ।
বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান মেডিকেল ক্যাম্পে আসা প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরার্মশ দেওয়া হয়।