কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ও আরএমও ডাঃ প্রেমাংশু বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে বুধবার(২০ জুলাই) সকালে দ্বিতীয় সিজারিয়ান সেকশন (LUCS) সার্জারির মাধ্যমে একটি কন্যা শিশুর জন্ম হয়েছে।
হাসপাতাল সুত্রে জানা যায়, সিজারিয়ান সেকশন সার্জারি করেন গাইনি কনসালটেন্ট ডা. শারমিন আক্তার, এনাস্থেসিয়া দেন এনাস্থেসিয়া কনসালটেন্ট ডা. মারুফ মাহমুদ। ওটি এসিস্ট করেন মেডিকেল অফিসার ডা. টপি, ডা. সুস্মিতা, ডা. শাহীনা।
এছাড়াও সহযোগী হিসেবে ছিলেন সিনিয়র স্টাফ নার্স কণিকা রানী, নাসরিন আক্তার, ঝুমা ও Secom জাহিদ। মা ও সন্তান সুস্থ আছে আমরা সকলের কাছে দোয়া প্রার্থী ।
Post Views: 246
এ ক্যাটাগরীর আরো সংবাদ..