কুষ্টিয়ার খোকসাতে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মোনাজাত করা হয়।
এ সময় কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌরসভার মেয়র মো: তারিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, খোকসা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, খোকসা থানা অফিসার ইন চার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা পঃ পঃ কর্মকতা কামরুজ্জামান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক , মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর সকাল ১০ টায় খোকসার সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। এসময় বক্তরা ১৫ আগষ্টের ঘটনা স্মৃতিচারন করেন
মিরর/ মিজান