কুষ্টিয়ার খোকসা উপজেলায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে ।
( ১২ আগষ্ট ) শুক্রবার সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর অফিস কর্তৃক আয়োজিত যুবকদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মনোজের দারোগা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যুব সংগঠক আরিফুল আলম তসর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা জিয়ারুল ইসলাম প্রমুখ।