কুষ্টিয়ার খোকসায় পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করা হয়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাতেলডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
এতে খোকসা ইউনিয়নের পাতেলডাঙ্গি গ্রামের লোকমানের ছেলে আবু হাসান (৩৮) আহত হয়েছেন।
জানা গেছে, ১৫ দিন আগে মাঠে ঘাস কাটাকে কেন্দ্র করে উল্লেখিত গ্রামের জনি শেখের বাবা জাহিদ শেখের সঙ্গে আবু হাসানের বাবা লোকমানের বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে ১১টার দিকে জনি শেখ আবু হাসানের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পায়ে গুলি করে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে যায়।
স্থানীয়রা হাসানকে উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, আবু হাসানকে কুপিয়ে ও গুলি করে আহত করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।