কুষ্টিয়া খোকসায় ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচি অওতায় আউশধান ও পাট চাষ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৩’মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বাবুল আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সহকারী কমিশনার(ভূমি) নাজমুস সাদাত রত্নসহ অনেকেই।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা। এবারে এক হাজার কৃষকের মাঝে আউশ ধান বীজ ও আড়াই হাজার কৃষকের মাঝে পাট বীজ বিতরণ করা হয়।