কুষ্টিয়ার খোকসায় উপজেলা চেয়ারম্যান আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে খোকসা জানিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।
খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
এ সময় অন্যান্যদের মধ্যে খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, ঝিনাহদহ জেলার শৈলকূপা উপজেলা পরিষদ চেয়ারম্যান এম আব্দুল হাকিম, রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় পেনাল্টি শুট আউটে বাগেরহাট জেলা ফুটবল একদশকে ৫-৪ গোলে পরাজিত করে রাজশাহী জেলা ফুটবল একাদশ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।