কুষ্টিয়ার খোকসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবির মুখ ও চোখ পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
২ মে শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির অফিসে টাঙানো ছবিতে এই মুখ এবং চোখ পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানপুর বাজারের টিনশেড ঘরে ৪নং ওয়ার্ড বিএনপির অফিসের কার্যক্রম পরিচালিত হয়। অফিস তালাবদ্ধ থাকে না। ওই অফিসে খোকসা উপজেলা বিএনপির সিনিয়র সদস্য সৈয়দ আমজাদ হোসেনের অনুসারী সাবেক ৪নং ওয়ার্ড মেম্বার মো. শহিদুল ইসলাম তার লোকজন নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
অজ্ঞাতনামা ব্যক্তিরা গভীর রাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এর ছবির মুখ এবং চোখ পুড়িয়ে দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সংঘাত এড়াতে এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।