বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার মুখোমুখি কুমিল্লা। আগে ব্যাট করে ঢাকার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ইমরুল কায়েসের দল।
১৫ ওভার শেষে রান ছিল ৪ উইকেটে ১০৯। সেখান থেকে শেষ ৫ ওভারে আরও ৫৫ রান যোগ করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেটা সম্ভব হয়েছে খুশদিল শাহ ও জাকের আলির ঝড়ো ব্যাটিংয়ে।
খুশদিল ১৭ বলে দুটি করে চার-ছক্কায় খেলেন ৩০ রানের ইনিংস। জাকের আলি ১০ বলে একটি করে চার-ছক্কায় করেন অপরাজিত ২০।
সবমিলিয়ে ৬ উইকেটে ১৬৪ রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অর্থাৎ জিততে হলে ঢাকা ডমিনেটর্সকে করতে হবে ১৬৫ রান।