আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। ‘হেক্সা’ মিশন পরিপূর্ণ করতে জয়ের বিকল্প নেই সেলেসাওদের সামনে, ক্রোয়াটদের ডিঙাতে পারলেই শেষ চারে উঠবে তিতের দল।
রাত ৯টায় মুখোমুখি হচ্ছে দুই দল। জমজমাট লড়াইয়ের অপেক্ষায় বিশ্ববাসী। এবারের বিশ্বকাপেও দুই দলের পারফরম্যান্স চমৎকার। এক কথায় দুর্দান্ত ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে যাচ্ছে ভয়ঙ্কর ব্রাজিল।
বিশ্বকাপের মঞ্চে ক্রোয়েশিয়া ও ব্রাজিল দু’বার মুখোমুখি হয়েছিল। যেখানে ২০০৬ সালে ১-০ গোলে ও ২০১৪ সালের গ্রুপ পর্বে ৩-১ গোলে জিতেছিল ব্রাজিল। তবুও ইউরোপের পরাশক্তি দলটির বিপক্ষে সতর্কতার সঙ্গে একাদশ সাজাবেন প্রফেসর তিতে।
কারণ, বিশ্বকাপের চলতি আসরে ফেভারিট সেলেসাওরা সর্বশেষ ২০০২ সালে ইউরোপিয়ান দল জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল। এরপর গত চার আসরে ইউরোপের দলগুলোর কাছে হেরে নকআউট পর্ব থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল।
শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১-২-৩ ফরমেশনে খেলেছিল সেলেসাওরা। এবার ফরমেশন বদলে ৪-৩-২-১ এ খেলতে পারে ব্রাজিল।
ফর্মে থাকা টটেনহ্যাম হটস্পার তারকা রিচার্লিসন থাকবেন মূল আক্রমণভাগে। দুইপ্রান্ত থেকে তাকে সঙ্গ দেবেন দুই উইঙ্গার রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র।
সেলেসাওদের মূল রক্ষণভাগে থিয়াগো সিলভা ও মারকুইনহোসের সঙ্গে রাইট ব্যাকে দানিলো ও লেফট ব্যাকে মিলিতাও খেলতে পারেন। আর গোলপোস্ট অক্ষত রাখার ভূমিকায় লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। অভিজ্ঞতার বিচারে দানি আলভেসের সুযোগ হতে পারে দানিলোর জায়গায়।
ব্রাজিলের শুরুর সম্ভাব্য একাদশ:
অ্যালিসন (গোলরক্ষক), থিয়াগো সিলভা, মারকুইনহোস, এদের মিলিতাও, দানিলো, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েটা, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার জুনিয়র, রিচার্লিসন।