ক্রিকেটকে যেমন বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা, তেমনি বলা হয় প্রতি বলে রেকর্ডের খেলাও। যে কোন ফরমেটের হোক না কেন, ক্রিকেটের প্রতিটি বলেই রচিত হয় রেকর্ড।
তাই বলে দুই বলে পর পর তিন উইকেট বা হ্যাটট্রিক! বিস্ময়কর হলেও এমনই এক রেকর্ড হয়েছে নারীদের ক্রিকেট। ঘটনাস্থল ক্যারিবিয় দ্বীপ।
নারীদের ১০ ওভারের একটি ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে শুক্রবার খেলা হচ্ছিলো বার্বাডোজ রয়্যালসের সঙ্গে ত্রিনবাগো নাইট রাইডার্সের।
খেলায় ত্রিনবাগো ২৯ রানে জিতলেও সব কিছু ছাপিয়ে গোটা বিশ্বে শিরোনাম হয়েছে দুই বলে হ্যাটট্রিক করার অদ্ভুত ঘটনা। দলটির মিডিয়াম পেসার গীতিকা কোডালিই এখন শিরোনাম।
নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান তোলে ত্রিনবাগো নাইট রাইডার্স। বার্বাডোজ জবাব দিতে নামলে দ্বিতীয় ওভারেই ঘটে অদ্ভুত ওই হ্যাটট্রিকের ঘটনা।আমেরিকান বোলার কোডালি ওভারের প্রথম বলটি করেন ওয়াইড। দ্বিতীয় বলে আউট করেন হ্যালি ম্যাথিউজকে। পরের বলেই ফেরান কোল ট্রাইয়নকে।
তবে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে পরের বলটি ঠিক জায়গায় ফেলতে পারেনি। করতে চেয়েছিলেন ইয়র্কার, কিন্তু বল পিচ করে লেগস্ট্যাম্পের বাইরে। ফলশ্রুতিতে ওয়াইড।
ওয়াইড বলে কিন্তু স্ট্যাম্প আউট সিদ্ধ। আর ঘটলোও তাই। সেই ওয়াইড বলই অসাধারণ ক্ষীপ্রতার সঙ্গে ধরে স্টাম্প ভেঙে দেন উইকেটরক্ষক কাইসিয়া নাইট। ফলে ডেলিভারি ওয়াইড হলেও উইকেট পেয়ে যান গীতিকা কোডালি। তাতেই দুটি লিগ্যাল ডেলিভারিতে পূর্ণ হয়ে যায় হ্যাটট্রিক। সেই সঙ্গে তৈরি হয় বিরল এক রেকর্ড।
এমন অদ্ভুত ঘটনায় হড়কে যায় বার্বাডোজও। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত দশ ওভারে ৬৩ রানের বেশি তুলতে পারেনি তারা।
মিরর/ আসিফ