আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। এটি লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হয়েছে।
আসরটিতে মোট ১৬টি দল অংশ নিবে। দলগুলো এখন নিজেদের সেই আসরের জন্য গুছিয়ে নিচ্ছে। ব্যতিক্রম নয় ব্রাজিল ফুটবল দলও।
তবে মর্যাদাকর এ টুর্নামেন্টে নামার আগে দলের সেরা তারকা নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদই পেয়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের এ তারকা ফুটবলারের ক্যারিয়ারের অনেকটা সময় নষ্ট হয়েছে ইনজুরির পেছনে।
স্কীনশর্ট নেওয়া – এক্স (টুইটার)
২০২৬ ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের কাছে হারের ম্যাচে চোট পেয়ে কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার। তখনই বোঝা গিয়েছিল বড় দুঃসংবাদ আসতে পারে।
শেষ পর্যন্ত সেটাই হলো। পরে জানা গেছে, বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের। সেটা ঠিক করাতে গত ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তেতে অস্ত্রোপচার করান আল হিলাল তারকা। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার।