কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা দ্বিতীয়বার মহাদেশীয় টুর্নামেন্ট ঘরে তুলল আলবিসেলেস্তেরা। আর টুর্নামেন্টের ইতিহাসে এটি তাদের সর্বোচ্চ ১৬তম শিরোপা।
সোমবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শিরোপা উৎসব করে নতুন ইতিহাস গড়েছে আর্জেন্টিনা। টানা তিনটি আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশের।
দুইবার মহাদেশীয় শিরোপা এবং এক বিশ্বকাপ জেতার কীর্তি গড়তে পারেনি লাতিনের কালজয়ী কোনো দল। এমনকি ইউরোপের সর্বকালের সেরা দলগুলোও নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
একমাত্র দেশ হিসেবে এই কৃতিত্ব আছে স্পেনের। ২০০৮ সালের ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরো টানা জয় করেছিল দেশটি।
লাতিনের একমাত্র দল হিসেবে সেই রেকর্ডের সামনে ছিল আর্জেন্টিনা। অবশেষে কলম্বিয়াকে হারিয়ে সেই শ্রেষ্ঠত্বের স্বাদ পেল লাতিন আমেরিকার পরাশক্তিরা।
এর আগে ২০২১ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে পুরেছে লিওনেল মেসিরা। এবার কোপা আমেরিকার ৪৮তম আসরের শিরোপা ঘরে তুলল তারা।