২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তার অধীনে বাংলাদেশ পেয়েছিল বেশ কিছু বড় সাফল্য। যে কারণে চলতি বছরের ১ ফেব্রুয়ারি দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে ফের নিয়োগ দেওয়া হয় হাথুরুসিংহেকে।
ভারতে চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে মিশন শুরু করে বাংলাদেশ। এরপর টানা ৬ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে হেরে সবার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় টাইগাররা।
দলের বাজে পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে কোচ হাথুরুসিংহেকে নিয়েও। রোববার ভারতের দিল্লিতে সংবাদমাধ্যমকে হাথুরু বলেন, এই দলের অন্য সবার মতো এই ব্যর্থতার দায় আমিও নিচ্ছি। আমরা সমর্থকদের হতাশ করেছি, একই সঙ্গে আমরা নিজেদেরও হতাশ করেছি। আমরা নিজেদের সেরা খেলা খেলতে পারিনি।
বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারাতে পারেন হাথুরুসিংহে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কোট হাথুরু বলেন, কোচ হিসেবে থাকাটা আমার ওপর নির্ভর করে না। এটা বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার।