কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে প্রথম দিনে ৫ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (১০ আগষ্ট) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলামের কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হচ্ছেন,মোঃ সিরাজুল ফারাজী,আব্দুল আলিম,মোঃ এনামুল ফারাজী,মোঃ আইনুল ইসলাম, মোছাঃ শিল্পী খাতুন।
উল্লেখ্য,গেল ৭ আগষ্ট কুমারখালী উপজেলা প্রিজাইডিং অফিসার মোঃ আব্দুর রশীদ উত্তর মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়পত্র সংগ্রহের তারিখ ১০ থেকে ১৩ আগষ্ট। মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষে আগামী ৩১ আগষ্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
Post Views: 234
এ ক্যাটাগরীর আরো সংবাদ..