কুষ্টিয়ার দৌলতপুরে আকাশ (২৩) নামের এক যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আকাশ উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কাজীপুর গ্রামের মঞ্জুরুল আলমের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণকারী যুবক আকাশ প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে একই ইউনিয়নের একাদশ শ্রেণিতে পড়ুয়া এক কলেজছাত্রীকে ধর্ষণ করেন। পরে বিষয়টি নিয়ে আকাশ যখন ওই ছাত্রীকে একাধিকবার ব্লাকমেইল করে তখন ওই ছাত্রী তার মাকে জানান।
পরে ছাত্রীর মা দৌলতপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর পর অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান জানান, ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে আকাশ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে যার মামলা নং (৪০)। আসামি আকাশকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আর/এস