কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত স্বেচ্ছাসেবক লীগের নব্য সভাপতি ইঞ্জি ইয়াসিন আরাফাত তুষার ও সাধারন সম্পাদক মানব ।
বুধবার (১৯ জুলাই) কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দকে সাংগঠনিক দিক নির্দেশনামূলক উপদেশ প্রদান করেন এবং নবগঠিত কমিটির সভাপতি, সাধারন সম্পাদককে মিষ্টিমুখ করান।
এ সময় কুষ্টিয়া জেলা এবং শহর স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মী এবং কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।