আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও বিভিন্ন সংসদীয় আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার ৪টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে সংগঠনটি।
আজ রবিবার মাগুরার এক সভায় কুষ্টিয়ার ৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। মনোনীত প্রার্থীরা হলেন-
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন। আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা।
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মোঃ আব্দুল গফুর। নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা ও সাবেক চেয়ারম্যান মিরপুর উপজেলা পরিষদ।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে অধ্যাপক ফরহাদ হুসাইন। কেন্দ্রীয় শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে মোঃ আফজাল হোসাইন। নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা ও সাবেক ভাইস চেয়ারম্যান কুমারখালী উপজেলা পরিষদ।