কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ ( ২৭ এপ্রিল ) রবিবার উপজেলার আল-ফালাহ ইয়াতিম খানার হল রুমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলার নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আফজাল হোসাইন।
এসময় জামায়াতে ইসলামীর কুমারখালী পৌর আমীর এ্যাডভোকেট রবিউল ইসলাম, পৌর সেক্রেটারী মো: কামাল হোসাইন, রাজনৈতিক সম্পাদক আকমাল হোসেন ও পৌর যুব বিভাগের সভাপতি ও কুমারখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাফেজ মাসুদ রানা প্রমূখ।
এস/ মিরর