কুষ্টিয়ার কুমারখালীতে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
শুক্রবার (১৯ আগষ্ট) সকালে এ উপলক্ষ্যে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমারখালী উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আখড়ায় এসে শেষ হয়। শোভাযাত্রায় কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জজ, পৌর মেয়র সামছুজ্জামান অরুন সহ শহরের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
পরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি নব কুমার দত্ত, সাধারন সম্পাদক এ্যাড. শংকর মজুমদার কাজল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুধাংশু কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক অরুন, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক নিতাই কুমার কুন্ডু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার প্রমুখ।