কুষ্টিয়ার কুমারখালীতে খয়েরচারা মাঠপাড়া সেভেন স্টার ক্লাব আয়োজিত ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় চাইনা বার মিনি ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারী (রবিবার) বিকেলে কুমারখালী জে এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১ম রাউন্ডের কোয়ার্টার ফাইনাল পর্ব সম্পন্ন হয়েছে। কোয়ার্টার ফাইনালে কুমারখালীর ইয়াং স্টার ক্লাব ৬-০ গোলে সেভেন স্টার ক্লাবকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
ম্যাচের সেরা খেলোয়ার নির্বাচিত হয় কুমারখালীর ইয়াং স্টার ক্লাবের স্ট্যাইকার তুরাব আলী। সেরা খেলোয়াড়ের হাতে ক্রেস তুলে দেন ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী। উক্ত টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করে।