কুষ্টিয়ার কুমারখালীতে জনপ্রিয় টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন সাথীর আম্মা মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমেদা বেগমের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মাইটিভির কুমারখালী প্রতিনিধি লিপু খন্দকার পরিচালিত সেরকান্দি উম্মুলকুরা ইসলামিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল থেকেই মরহুমার রুহের মাগফিরাত কামনায় মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলওয়াত করেন। কোরআন খতম শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।
এসময় মাইটিভির কুমারখালী প্রতিনিধি, ক্যামেরা পার্সন আসাদুজ্জামান সবুজ, বার্তা টিভির ম্যানেজিং ডিরেক্টর খান আতাউর রহমান সুজন, দেশের বাণী পত্রিকার প্রতিনিধি এনামুল হক ইমন, বাংলাদশের সময়ের প্রধান বার্তা সম্পাদক মিজানুর রহমান ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান শেষে সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।