কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে বরণে আনন্দ শোভাযাত্রা বের করে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শহরের উপজেলা শিল্পকলা একাডেমি থেকে সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
আনন্দ শোভাযাত্রায় ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকীর নেতৃত্বে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
পরে ফ্যামিলি কেয়ার হাসপাতালের আয়োজনে পান্তা-ইলিশ,আলুভর্তা সহ বাঙালি খাবারের আয়োজন করা হয়।