কুষ্টিয়ার কুমারখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে “সংগ্রাম-স্বাধীনতা,প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন,সমাজসেবা কর্মকর্তা মোহম্মদ আলী, থানার পুলিশ পরিদর্শক সুকল্যান, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, কৃষি সম্প্রসারণ অফিসার রাইসুল ইসলাম,পাবলিক লাইব্রেরি সাধারণ সম্পাদক মমতাজ বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।