কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ এপ্রিল) মঙ্গলবার সকালে উপজেলার রেলস্টেশন চত্বরে এ মেডিকেল ক্যাম্প ও সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ও ডায়াবেটিস,চর্ম ও মা ও শিশু রোগে অভিজ্ঞ ডা. সৌভিক দে সহ ডা. উদয়জ্জামান প্রতীক মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা প্রায় তিন শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করেন।
পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট রবিউল ইসলামের পরিচালনায় মেডিকেল ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করেন, কুষ্টিয়া -৪ ( কুমারখালী -খোকসা ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো: আফজাল হোসাইন।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ আফজাল হোসাইন বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ধাপে ধাপে উপজেলার বিভিন্ন এলাকায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রতিটি নাগরিকের চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও মানবতার কল্যাণ সাধনের জন্য এই মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।
এসময় পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর জামায়াতে ইসলামীর নেতা আকমল হোসেন মোল্লা, আব্দুল মোতালেব, রজব আলী, পৌর জামায়াতের যুব বিভাগের সভাপতি মাসুদ রানা, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলাম, পৌর ৮ নং ওয়ার্ডেরর সভাপতি ফরিদ উদ্দিন, ৩ নং ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম রবি সহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
সকাল ৬টা থেকে সকাল ১০ টা পর্যন্ত চলমান ফ্রি মেডিকেল ক্যাম্পে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগীতায় ফ্রি ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস টেস্ট, সহ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ প্রদান করা হয়।