কুষ্টিয়ার কুমারখালীতে নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া ও জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আইনি কার্যক্রম শেষে দুপুর ২টার দিকে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের মৃত কেসমত কবিরের ছেলে মো. সাইদুল ওরফে শহিদ (৫২)। তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
আরেকজনের নাম মো. তোফাজ্জেল শেখ (৩৮)। তিনি চাপড়া ইউনিয়নের ধর্মপাড়া গ্রামের সুবাহান শেখের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থক।
এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ। তিনি বলেন, পুলিশের বিশেষ অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের এক ছাত্রের থানায় দায়েরকৃত নাশকতা মামলার আসামি।