কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১১০ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নতুন ইউনিফর্ম ও সরঞ্জামাদি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এতে যথাযথ দায়িত্ব পালনে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রবিবার (২ রা ) জুন সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ ( ৩য় পর্যায়) প্রকল্পের আওতাধীন গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন বাস্তবায়নে (এনজিও) প্রতিষ্ঠান ওয়েব ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে ইউনিফর্ম ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এ সমস্ত উপকরণাদি বিতরন করেন।
এ সময় উপস্থিত সদস্যদেরকে বিভিন্ন নির্দেশনাও প্রদান করেন প্রশাসনের এই কর্মকর্তা।