কুষ্টিয়ার কুমারখালীতে থানা পুলিশের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ইয়থ ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে ২৬ মার্চ বুধবার বিকেলে থানা চত্বরে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমারখালী থানা অফিসার্স ইনচার্জ সোলাইমান শেখ। সাংবাদিক ও শিক্ষক মাহমুদ শরীফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন, পৌর বিএনপির আহ্বায়ক হাজী মনোয়ার হোসেন, কুমারখালী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান প্রমুখ।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামী ছাত্র শিবির কুমারখালী উত্তর শাখার সভাপতি ইসরাইল হোসেন। ইসলামী সংগীত পরিবেশন করেন আমানুল্লাহ সোহাগ। শতাধিক পুলিশ সদস্যের অংশ গ্রহনে মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ শরীফুল ইসলাম, অধ্যাপক জিল্লুর রহমান মধু।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক হাফেজ মাওলানা জুলফিকার আলী। উল্লেখ্য যে, কুমারখালীতে পুলিশ সদস্যদের সম্মানে ইফতার আয়োজন এটাই প্রথম বলে ওসি তার বক্তব্যে মন্তব্য করেন।