কুষ্টিয়ার কুমারখালীতে ০৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৫ তম জন্ম বার্ষিকী উদযাপন , ০৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৪ তম জন্মবার্ষিকী ও ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৯ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মৌসুমি আক্তার সুমি , কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ আকিবুল ইসলাম আকিব , উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মহম্মাদ আলী , বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন ।