কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে তেবাড়িয়া শেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এস এম মিকাইল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপজেলা স্কাউট কমিশনার আব্দুল হালিম, বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ন আহ্বায়ক আতিয়ার রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।