কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার নেতৃবৃন্দের ওপর নেককারজনক হত্যা চেষ্টার প্রতিবাদে এবং অনতিবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯ মার্চ) বুধবার সকালে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব তালহা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সংগঠক আমির হামজা, কুমারখালী জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি সরল মাহমুদ,সাব্বির আহম্মেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।