জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে শোভাযাত্রা শেষে পরিষদের প্রধান প্রবেশপথে ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান খান বলেছেন, বর্তমান সরকার দুস্থ ও অসহায়দের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা সংস্থার ব্যবস্থা করেছেন।
কিন্তু ব্যাপক প্রচারের অভাবে মানুষ এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দুস্থ ও অসহায়দের আইনগত সেবা নিশ্চিত করার লক্ষে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার পরিদর্শক (তদন্ত) তাপস কুমার পাল, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মমতাজ বেগমসহ প্রমূখ উপস্থিত ছিলেন।