কুষ্টিয়ার কুমারখালীতে ২০২২-২৩ অর্থবছরের বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার যদুবয়রা ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ কুমার দাসের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ডঃ হায়াত মাহমুদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাইসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তারের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ ওয়াহিদুজ্জামানসহ অনেকেই।
অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।