কুষ্টিয়ার কুমারখালী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন থানার ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।
সভায় বক্তারা উপজেলার মাদক, বাল্যবিবাহ, সামাজিক ও রাজনৈতিক দাঙ্গা, কিশোর গ্যাং, ইভটিজিংসহ নানান সমস্যা তুলে ধরে বক্তব্য দেন। এছাড়াও শান্তি প্রতিষ্ঠার লক্ষে সকল প্রকার সমস্যা সমাধানের জন্য সঠিক পরিকল্পনার মাধ্যমে পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তাব দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেছেন, ‘ আমাদের সবার উদ্দেশ্য সকল সমস্যা সমাধানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা।
সবার সুন্দর বসবাসের জন্য অনুকুল পরিবেশ তৈরি করা। শান্তির জন্য তৃণমূল পর্যন্ত বিভিন্ন কমিটি গঠন করা হবে। সচেতনামূলক কর্মকান্ড জোরদার করতে হবে।’
ক্যাপশনঃ কুমারখালী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি বৃহস্পতিবার সকালে তোলা