কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিবিএ ফ্যাকাল্টির কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলামের সঞ্চালনায় এবং বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মোকছেদুর রহমানের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্ল্যাহ, সহযোগী অধ্যাপক মো. মাহবুব আলম, সহযোগী অধ্যাপক ড. জি. এম. আজমল আলী কাওসার, সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমীন, সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান ও প্রভাষক আলেয়া আক্তার।
অনুষ্ঠানে অধ্যাপক ড. শেখ মোকছেদুর রহমান বলেন, মাহে রমজান সংযমের মাস। আত্মশুদ্ধির এই মাসে সকলকে তা মেনে চলতে হবে। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু নেতিবাচক সংবাদ শুনতে পাচ্ছি। রমজানের এই মাসে আমাদের এসব থেকে বেঁচে থাকা উচিত।